Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে পদ্মার আকস্মিক ভাঙনে ৬ ব্যবসা প্রতিষ্ঠান বিলীন

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৪৯

মুন্সীগঞ্জে পদ্মার আকস্মিক ভাঙনে ৬ ব্যবসা প্রতিষ্ঠান বিলীন

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জের দিঘিরপাড় বাজারে আবার পদ্মার ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ভাঙনে অন্তত ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। আরও বহু প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে।

স্থানীয়রা জানান, বাজারে ফেলা জিও ব্যাগ এবং ব্লক কার্যকর হয়নি। প্রতি দিনের মাছের আরৎ, গরু-ছাগলের হাটসহ সহ্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান বিপদে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন এবং ধীরগতির বাঁধ নির্মাণ কাজ ভাঙনের মূল কারণ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চলমান প্রকল্পের গড় অগ্রগতি ৬০ শতাংশের বেশি। ২০২১ সালে শুরু হওয়া প্রকল্পে ২৬টি প্যাকেজে কাজ চলছে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষার মৌসুমে ভাঙন রোধে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা হচ্ছে।

দিঘীরপাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউসার সোহেল মিজি এবং টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভাঙনের কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ী রফিজুল মোল্লা ও সুমন বেপারী অভিযোগ করেছেন, রাতের বেলায় বালু উত্তোলন অব্যাহত থাকায় বাজার ও আশপাশের গ্রাম ভাঙনের শিকার হচ্ছে।

আবু সাঈদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নদী ভাঙন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর