‘পিআর পদ্ধতিতে সংসদে সব দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হবে’

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২১:৫৬
-689cb5bb545cb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, খুনী, জালেম ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার করতে হবে, তারপর পিআর পদ্ধতিতে নির্বাচন হবে।
তিনি বলেন, সরকারের নির্বাচনের ঘোষণা হলেও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি, রাস্তাঘাটে তাণ্ডব এবং সাংবাদিকদের নিরাপত্তা নেই।
মঙ্গলবার মাগুরা শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর আরও বলেন, প্রচলিত ভোট ব্যবস্থায় ৩০-৪০ শতাংশ ভোটেই সরকার গঠন সম্ভব, যা মানুষের ৬০-৭০ শতাংশ মতামত উপেক্ষিত রাখে। পিআর পদ্ধতিতে সংসদে সব দলের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
সমাবেশে জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মাগুরা-১ আসনে নাজিরুল ইসলাম এবং মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
তাছিন জামান/এআরএস