Logo

সারাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের এপিএস আমিনুর রহমান বিশ্বাস সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের এপিএস আমিনুর রহমান বিশ্বাস সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৩ আগস্ট) রাতে সদর উপজেলার দিঘী ইউনিয়নের রমনপুর গ্রামের নিজ বাড়ি থেকে সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

‎‎আফ্রিদি আহাম্মেদ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর