Logo

সারাদেশ

সিলেটে অভিযানে পাথরবাহী ৭০ ট্রাক জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৩:১৩

সিলেটে অভিযানে পাথরবাহী ৭০ ট্রাক জব্দ

ফাইল ছবি।

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযানে ৭০টি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে এসব ট্রাক জব্দ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭০টি ট্রাকে থাকা প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। 

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ বা পাচারে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, চেকপোস্টে গতরাত থেকে এখন পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এ সময় প্রায় ৭০টি গাড়িতে সাদাপাথর এলাকার পাথর শনাক্ত হলে সেগুলো পুনরায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর