Logo

সারাদেশ

পটিয়ায় বাসের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে আহত ৪

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:১২

পটিয়ায় বাসের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে আহত ৪

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার শান্তিরহাট আইডিয়াল স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি দ্রুতগতির বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জব্বার বলেন, আমি আমার বোনকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি বাস সিএনজিকে চাপা দিয়ে দ্রুত চলে যাচ্ছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে সেখানে বাস বা সিএনজি পাওয়া যায়নি।

ইমরান হোসেন মুন্না/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর