Logo

সারাদেশ

চাঁদপুরে প্রস্তাবিত কলেজ সভাপতির দাবিতে সংবাদ সম্মেলন

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:৪৮

চাঁদপুরে প্রস্তাবিত কলেজ সভাপতির দাবিতে সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের প্রস্তাবিত সভাপতি মনোনীত না করে অন্য ব্যক্তিকে মনোনীত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো. আফজাল হোসেন।

বক্তব্যে বলা হয়, গত ২ জুলাই কলেজের নিয়মিত পরিচালনা পর্ষদের কমিটি অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। ১৭ জুলাই অনুমোদিত কমিটিতে কলেজ কর্তৃপক্ষের প্রস্তাবিত তিনজনের বদলে অন্য একজনকে সভাপতি করা হয়।

এ নিয়ে শিক্ষক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। পরে সভাপতি পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা, গণস্বাক্ষর কর্মসূচি ও আইনি নোটিশ পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে যেকোনো একজনকে সভাপতি করার দাবি জানান।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর