Logo

সারাদেশ

‘গণঅভ্যুত্থানের অংশীজনদের হাতে মূলা ঝুলিয়ে দিয়েছে সরকার’

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৬:৫৪

‘গণঅভ্যুত্থানের অংশীজনদের হাতে মূলা ঝুলিয়ে দিয়েছে সরকার’

ছবি : বাংলাদেশের খবর

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের অংশীজনদের হাতে মূলা ঝুলিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে ‘গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘চেয়ার ধরে রাখতে ছাত্র উপদেষ্টাদের তোষামোদি করে ব্যস্ত এই উপদেষ্টা পরিষদের দেশ চালানোর সক্ষমতা নেই। ছাত্রদের পড়ার টেবিলে ফেরানোর বদলে সমন্বয়ক বানিয়ে দপ্তরে বসিয়ে রেখে দুর্নীতির সাথী বানানোর দায় ড. ইউনূসকেই নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণহত্যার বিচারের পথ তৈরি করে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হোক—এটাই এখন জনমানুষের কামনা।’

সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি হৃদয় আহমেদসহ স্থানীয় নেতারা।

তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডেরও তীব্র সমালোচনা করেন।

অপূর্ব অসীম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর