বগুড়ায় ১০ মামলার আসামি মৎস্যজীবী লীগ সভাপতি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:০৩
-689dc266eb98c.jpg)
ছবি : সংগৃহীত
বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও বহু আলোচিত আসামি মো. শাকিল মাহমুদ (৪২) কে জেলা গোয়েন্দা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। শাকিল জোকা গ্রামের আব্দুল জলিল কেরানীর ছেলে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে সদর উপজেলার মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, শাকিল মাহমুদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, বালু মহাল আইন লঙ্ঘন ও সরকারি কাজে বাধাসহ ১০টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা শাকিলকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জুয়েল হাসান/এআরএস