Logo

সারাদেশ

দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে প্লাবন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:৩৯

দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে প্লাবন

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা, দুধকুমার, ধরলা ও বহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং চরাঞ্চলের কৃষি জমি পানিতে ডুবে গেছে। নাগেশ্বরী উপজেলার চর বিষ্ণুপুরে চরের রাস্তাঘাট ও ধানের ক্ষেত তলিয়ে গেছে। স্থানীয়রা নদীভাঙন ও বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন।

আসন্ন বন্যা মোকাবেলায় ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুরে জেলা প্রশাসন কন্ট্রোল রুম খুলেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, ‘নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। স্থানীয়দের সতর্ক থাকতে হবে।’

মো. ফজলুল করিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর