Logo

সারাদেশ

বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:৫২

বগুড়ায় অনলাইন জুয়ার পাওনা নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া সদরে অনলাইন জুয়ার পাওনা টাকা দেওয়ার কথা বলে মধ্যরাতে রাসেল আহমেদ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় সাবগ্রাম ইউনিয়নের সুলতানপুর গ্রামে ঘটনা ঘটে।

নিহত রাসেল সাবগ্রাম ইউনিয়নের সুলতানপুর এলাকার আবু বক্করের ছেলে। তিনি বগুড়া ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

হত্যার ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী সিয়ামকে ঢাকা পালানোর পথে সিরাজগঞ্জ রোড থেকে আটক করা হয়েছে। পরে তার দেখানো স্থানে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, নিহত ও অভিযুক্ত উভয়েই অনলাইনে জুয়া খেলতেন। এক মাস আগে সিয়ামের কাছে ২২ হাজার টাকা পাওনা থাকায় বিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহতের স্ত্রী আকতার এবং প্রতিবেশীরা সুস্থ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ হত্যা মামলার প্রক্রিয়া চালাচ্ছে।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর