সৌন্দর্যবর্ধক বৃক্ষ মানসিক প্রশান্তি বাড়ায় : শরফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:৫৮
-689dcf7a11dec.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গাছ আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। গাছ যদি বাঁচে, আমরা বাঁচব; তাই আমাদের স্বার্থেই গাছগুলো সংরক্ষণ করতে হবে। সৌন্দর্যবর্ধক বৃক্ষ মানুষকে আকৃষ্ট করে এবং যে প্রতিষ্ঠানে গাছের সংখ্যা বেশি, মানসিক প্রশান্তি ২৫ ভাগ বেশি থাকে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ে জেলার ১ হাজার ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে একযোগে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু জাতের প্রায় চার হাজার বৃক্ষ রোপণের কর্মসূচি উদ্বোধন করা হয়।
কমিশনার আরও বলেন, ‘জাতীয় নির্বাচন সরকারের বিষয়। আমরা মাঠ প্রশাসনে নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করব এবং মানুষের আস্থা অর্জন করব।’
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক, স্থানীয় সরকারের কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রেজাউল করিম/এআরএস