Logo

সারাদেশ

রাঙ্গামাটি কারাগারে কয়েদির মৃত্যু

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:১০

রাঙ্গামাটি কারাগারে কয়েদির মৃত্যু

ছবি : সংগৃহীত

রাঙ্গামাটিতে কারাগারে থাকা বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর।

রাঙ্গামাটি জেলা কারাগারের কর্মকর্তা মজিবুর রহমান মজুমদার জানিয়েছেন, শহরের রিজার্ভ বাজার পাথর ঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি মাদক মামলায় ৫ বছর এবং একটি চুরি মামলায় ৬ মাসের সাজা ভোগ করছিলেন।

মজিবুর রহমান আরও জানান, জেলা প্রশাসকের নির্দেশে ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর পর্যন্ত নিহতের পরিবারের কাউকে মর্গে খুঁজে পাওয়া যায়নি।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর বলেন, কারাগার থেকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

ডিআর/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর