Logo

সারাদেশ

মেহেরপুরের কাজিপুর গ্রামে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ভোগান্তি

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:২৪

মেহেরপুরের কাজিপুর গ্রামে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ভোগান্তি

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম চলতি বর্ষায় অতিবৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে। প্রায় দুই মাস ধরে এই গ্রামের তিন শতাধিক পরিবার জলাবদ্ধতায় বন্দী হয়ে আছে।

ভুক্তভোগীরা দাবি করেছেন, গ্রামের পানির নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্ট নির্মাণ করা হোক। দীর্ঘদিন খোঁজ না নেওয়ার পরেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন আশ্বাস দিয়েছেন, অল্পদিনের মধ্যে বিষয়টি সমাধান করা হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির চুলা, টয়লেট এবং পানির একমাত্র উৎস টিউবওয়েল পর্যন্ত পানির নিচে। রান্না করতে না পেরে কেউ কেউ শুকনো খাবারেই দিন কাটাচ্ছেন। অনেকে বাধ্য হয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছেন। ফলে শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সীমান্তবর্তী রাস্তায় কালভার্ট না থাকা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি বের হওয়ার কোনো পথ নেই। দীর্ঘদিন পানিবন্দী থাকার ফলে নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশু চর্মরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

পানির দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবও বেড়েছে। তবে সরকারি-বেসরকারি কোনো সংস্থা এখনো কার্যকরভাবে পাশে দাঁড়ায়নি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরও ভুক্তভোগীদের খোঁজ নেয়নি।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, ইউনিয়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং ইইএনওর সঙ্গে পরামর্শ করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা: আলম হুসাইন জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা শেষে দ্রুত ড্রেন ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার বলেন, কাজিপুর গ্রামে সরেজমিনে গিয়ে দেখেছি, অনেক পরিবার এখনও পানিবন্দী। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

আকতারুজ্জামান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর