ময়মনসিংহে আশ্রয়ণ প্রকল্পের ঘরে জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:২৬

ছবি : সংগৃহীত
ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুড়ি গ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৫৬টি ঘরে দীর্ঘদিন ধরে জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড চলছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মৃত ফজর আলীর নামে বরাদ্ধকৃত ঘরে প্রতিদিন সকাল-সন্ধ্যা রমরমা জুয়া খেলা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা মাদকসেবীরা এখানে মাদক গ্রহণ ও নারী নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হন।
স্থানীয়দের অভিযোগ, এই কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন মৃত ফজর আলীর স্ত্রী হাজেরা খাতুন (৪০)। বিষয়টি তারা উপজেলা প্রশাসনের কাছে জানালেও কোনো প্রতিকার পাননি। সম্প্রতি এলাকার কিছু যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ঘরে বসে জুয়া খেলা হচ্ছে, মাদক গ্রহণ করা হচ্ছে।
যুবকরা হাজেরা খাতুনের ঘরে গেলে জুয়ারোরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘর থেকে বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, স্বামী মৃত্যুর পর হাজেরা স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ঘরে রাত কাটাচ্ছেন এবং কেউ কিছু বলার সাহস পাননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত জানিয়েছেন, সরকারি ঘরে অনৈতিক কর্মকাণ্ড করা যাবে না। হাজেরা খাতুনকে ২৪ ঘণ্টার মধ্যে ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
উমর ফারুক আকাশ/এএ