বাউফলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৬০৫ শিক্ষার্থীর মাঝে ফলজ গাছ বিতরণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:২৮
-689dd673f2ded.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালির বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫ (সদকায়ে জারিয়া প্রকল্প) বাস্তবায়ন উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৬০৫ জন শিক্ষার্থীর মাঝে ফলজ গাছ বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুই থেকে তিনটি করে আম ও কাঁঠাল গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার, শিক্ষকবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
একই দিনে বাউফল সরকারি কলেজ মাঠেও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য চার প্রজাতির ফলজ গাছ বিতরণ করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম বলেন, গাছ পরিবেশ ও আগামী প্রজন্মের জন্য মূল্যবান। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাকৃতিক সম্পদ রক্ষার গুরুত্ব শিখবে এবং অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধি পাবে।
আরিফুল ইসলাম সাগর/এআরএস