Logo

সারাদেশ

ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৩২

ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত রুবাবকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে জনতাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আবুল হাসনাত রুবাব কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের কবির চৌধুরীর ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার মামলার পাশাপাশি রুবাবের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরিয়ার খান সাকিব/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর