Logo

সারাদেশ

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১৭ নারী-পুরুষ আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৩৫

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ১৭ নারী-পুরুষ আটক

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহশেপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সীমান্তের বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপিতে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় বাঘাডাঙ্গা গ্রামে ৩ পুরুষ ও ৪ নারী, দুপুর সাড়ে ১২টায় কুমিল্লাপাড়া গ্রামে ৬ পুরুষ এবং দুপুর ১টায় খোসালপুর গ্রামে ৪ নারীকে আটক করা হয়।

আটককৃতদের জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

বুরহান উদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর