Logo

সারাদেশ

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন থেকে সরে দাঁড়ালো বিএম কলেজ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৩৭

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন থেকে সরে দাঁড়ালো বিএম কলেজ

ছবি : সংগৃহীত

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন থেকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা সরে দাঁড়িয়েছেন। 

বুধবার (১৩ আগস্ট) রাতে তারা ক্যাম্পাস থেকে মিছিল বের করে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন কলেজের শিক্ষার্থীরা।

বিএম কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দাবি পূরণ না হলে তারা আবারও কঠোর আন্দোলনে নামবেন। শিক্ষার্থীরা স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ও দালালদের নির্মূল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজের সংস্কার চায়।

১৭ দিন ধরে চলা আন্দোলনের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রতিনিধি দল বরিশালে এসে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। শের-ই-বাংলা মেডিকেলের পরিচালকও কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

অপরদিকে, আন্দোলন স্থগিত করলেও আন্দোলনের অন্য অংশ এখনও সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, যারা আন্দোলন প্রত্যাহার করেছে, তাদের স্বাগত জানাই। তবে আমাদের গণঅনশন ও ব্লকেড কর্মসূচি চলতে থাকবে।

গাজী আরিফুর রহমান/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর