রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৪৩
-689dd9ebe6f93.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টানা বর্ষণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেড়িবাধ এলাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। সরকারি খাল দখল ও সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কাঞ্চন পৌরসভা, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের প্রায় হাজারো মানুষ পানিবন্দী রয়েছেন।
জলাবদ্ধতার কারণে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করতে পারছে না এবং পচাঁ পানি ছড়িয়ে পড়ায় পানিবাহিত রোগের আশঙ্কা বাড়ছে।
বাংলাদেশে খবরের প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা দিনব্যাপী কয়েকটি জলাবদ্ধ গ্রাম পরিদর্শন করেন।
অভিযানকালে সরকারি খাল দখল, বালু ভরাট ও ফ্যাক্টরি নির্মাণসহ নানা অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে কয়েকটি খাল তাৎক্ষণিকভাবে দখলমুক্ত করা হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, পুর্বাচল রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার তাছবীর হোসেন সুজা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
আকাশ/এআরএস