Logo

সারাদেশ

গাজীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৪৫

গাজীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে কালিয়াকৈর থানার পুলিশ মাটিকাটা রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি-অপারেশন) জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আশিকুজ্জামান বকুলের বিরুদ্ধে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মো. দেলোয়ার হোসেন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর