Logo

সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৪৭

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত

ছবি : বাংলাদেশের খবর

টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নিচু ঘরবাড়ি, শাকসবজি ক্ষেত, রোপা আমন ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। তিস্তা পাড়ের চরাঞ্চলের রাস্তা-ঘাট ডুবে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বাঁধ ভাঙার আশঙ্কা থাকায় জীবনযাপন খুবই কঠিন হয়ে পড়েছে।

গঙ্গাচড়া মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত সড়ক সেতুর পশ্চিম তীরে সেতু রক্ষা বাঁধের ৭০ মিটার এলাকা ধসে গর্ত সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত বন্যার মতো এবারও যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় বিপর্যয় সৃষ্টি হতে পারে।

রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল এবং লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।

তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বসতবাড়ি, পশুপালন ক্ষেত্র ও চরাঞ্চল প্লাবিত হওয়ায় স্থানীয়দের উদ্বেগ ও শঙ্কা বেড়েছে।

সাহানুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বন্যা জনদুর্ভোগ নদী ভাঙন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর