Logo

সারাদেশ

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৫০

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বাঁশঝাড় ঝুলন্ত অবস্থায় আসমা খাতুন (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে খারুয়া ইউনিয়নের হালিউড়া উত্তরপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নিহত আসমা খাতুন ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার ১৩ (আগস্ট) রাতের কোন এক সময়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে বাঁশঝাড়ে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্নহত্যা করেন।

আসমা খাতুনের স্বামী সাইফুল ইসলাম বলেন, সংসারে ৭ সন্তান জন্মের পর থেকেই স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিল। গত রাতে তিনি অপ্রত্যাশিতভাবে আত্মহত্যা করেছেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

সারোয়ার জাহান রাজিব/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর