মণিরামপুরে জলাবদ্ধ পরিবারের পাশে ইউএনও

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৫৩
-689ddc5d5bae2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে ও সড়কের পাশে টংঘরে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে রাতের বেলায় ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
বুধবার (১৩ আগস্ট) রাতে বাগডাঙ্গা, সুজাতপুর-হাটগাছা ও লখাইডাঙ্গা সড়কের এলাকায় আশ্রয় নেওয়া মানুষের মধ্যে চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচ ও হলুদসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
টানা বৃষ্টির ফলে কুলটিয়া ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবার জলাবদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে।
ইউএনও নিশাত তামান্না বলেন, ‘জলাবদ্ধতার কারণে সড়কের পাশে আশ্রয় নেওয়া ৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল জলাবদ্ধ এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হবে।’
এআরএস