নড়াইলে অপচিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৮:৫৮
-689ddd8159d1f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নড়াইলের কালিয়ায় অপচিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য বিভাগ খাদিজা সেবা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়াইবের নেতৃত্বে অভিযানে অংশ নেন আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতিম বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. হাসিবুর রহমান, ডেন্টাল সার্জন ডা. সারোয়ার হোসেন ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মইনুদ্দিন।
জানা যায়, গত ১৩ আগস্ট কলাবাড়িয়া গ্রামের কামাল শেখের স্ত্রী লাবনী আক্তার (১৯) প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। অপারেশনের মাধ্যমে তিনি দুই যমজ সন্তানের জন্ম দেন। অপারেশনের পর লাবনী মারাত্মক অসুস্থ হয়ে খুলনার একটি হাসপাতালে রেফার করা হলেও পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। দুই নবজাতক বর্তমানে খুলনা শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের দেবর মো. আসলাম অভিযোগ করেন, ‘কোনো এনেসথেসিয়া ছাড়াই অপারেশন করায় ভাবির মৃত্যু হয়েছে। পরিবারের সবাই নবজাতকের চিকিৎসার জন্য খুলনায় আছেন। তারা ফিরলে আইনের আশ্রয় নেয়া হবে।’
নড়াইল জেলা সিভিল সার্জন ডা. আ. রশিদ বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত টিম পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত টিম গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কৃপা বিশ্বাস/এআরএস