Logo

সারাদেশ

রংপুরে বাসযাত্রায় হুমকির শিকার শিক্ষার্থীকে নিরাপদে পৌঁছে দিল পুলিশ

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:০৪

রংপুরে বাসযাত্রায় হুমকির শিকার শিক্ষার্থীকে নিরাপদে পৌঁছে দিল পুলিশ

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘নূর স্পেশাল’ বাসে যাত্রাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শয়ন সাহা হুমকির শিকার হন।

গত ১৩ আগস্ট রাতে নিজের আসনের পাশের যাত্রীর সঙ্গে আসন সামঞ্জস্য নিয়ে কথা কাটাকাটির একপর্যায় ওই যাত্রী তাকে হুমকি প্রদান ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন।

শয়ন সাহা বিষয়টি তার পরিচিত মহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসএমএসের মাধ্যমে জানান।

তথ্য পাওয়ার পর রংপুর মেট্রোপলিটন পুলিশ, তাজহাট থানা, ডিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ সারারাত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ রাখেন এবং ভোরে রংপুরে পৌঁছালে নিরাপদে তার রুমে পৌঁছে দেন। পরে হুমকির ঘটনায় অভিযুক্ত যাত্রী ক্ষমা প্রার্থনা করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী শয়ন সাহা তার ফেসবুক পোস্টের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ জানায়, তারা যেকোনো ধরনের হুমকি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

সাহানুর রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর