ত্রিমোহণী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:০৬

ত্রিমোহণী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ত্রিমোহণী ব্রিজ থেকে সুতিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া লামিয়া আক্তারের (১৭) মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর দেড়টায় ত্রিমোহণী ব্রিজ থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে ত্রিনদীর মোহন থেকে নিখোঁজের ২৭ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
লামিয়া আক্তার নান্দিয়াসাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের দ্বিতীয় মেয়ে। তিনি ময়মনসিংহের পাগলা থানার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ত্রিমোহণী ব্রিজে লামিয়া আক্তার নদীতে ঝাঁপ দেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে দুপুর ২টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ স্থগিত করা হয়।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, লাফ দেওয়ার পর লামিয়া নদীতে ভেসে উঠলেও স্রোতের কারণে ততক্ষণে তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।
নিখোঁজের খবর পেয়ে লামিয়ার পরিবার সেতুর ওপর থেকে একটি জুতা পেয়ে নিশ্চিত হন যে ঝাঁপ দেওয়া কলেজ শিক্ষার্থী লামিয়া।
তার বাবা দেলোয়ার হোসেন বলেন, লামিয়াকে সকাল থেকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। সেতুতে এক জোড়া জুতা পাওয়ার খবরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি আমার মেয়ের জুতা। এরপর ঝাঁপ দেওয়া তরুণী লামিয়া বলে নিশ্চিত হয়েছি। সে কেন ঝাঁপ দিয়েছে তা বলতে পারছি না। তবে শোনা গেছে নদীতে ঝাঁপ দেওয়ার আগে তার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস লিখে গেছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী বলেন, দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে দুপুর দেড়টায় ত্রি নদীর মোহন থেকে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে বুধবার দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত অনুসন্ধান চালানো হয়। এরপর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়েছে। দুপুর দেড়টায় ত্রি নদীর মোহনায় তাকে পাওয়া যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, নিখোঁজের ২৭ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোহেল/এমবি