Logo

সারাদেশ

টাঙ্গাইলে‌ যুবককে ছুরিকাঘাত, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:১৩

টাঙ্গাইলে‌ যুবককে ছুরিকাঘাত, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে এক যুবককে খেলার মাঠে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল।

বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর এবং সদস্য সচিব রাফেল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাতুল আহমেদ সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সখীপুর পৌর শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতুলকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সৃষ্টি সংঘ মাঠে খেলা চলার সময় পূর্ব শত্রুতার জের ধরে রাতুল, আসিফ ও সাকিবসহ বেশ কয়েকজন সবুজের ওপর হামলা করেন। সবুজ জীবন বাঁচাতে দৌড়ে খেলার মাঠে ঢুকে পড়েন। আক্রমণকারীরাও সবুজের পিছু নিয়ে মাঠে ঢুকে কিল-ঘুসিসহ এক পর্যায়ে সবুজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন।

পরে আহত সবুজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পরবর্তীতে আহতের মা সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ ৩ জনের নাম উল্লেখ করে সখীপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া ব‌লেন, এ বিষয়ে মামলা হ‌য়ে‌ছে। আসা‌মি‌দের গ্রেপ্তারে পু‌লি‌শি অভিযান চল‌ছে।

মুহাম্মদুল্লাহ/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর