Logo

সারাদেশ

কালীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ দূষণ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:২০

কালীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় পরিবেশ দূষণ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে টিপু সুলতান গুল ফ্যাক্টরি ও কাকিনা রেলস্টেশনের পাশে মেসার্স খান ট্রেডার্সকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী যথাক্রমে ২০ হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, কাকিনা কবি বাড়ি সংলগ্ন মেসার্স সালমান বেকারি ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, জনবসতিপূর্ণ এলাকায় তামাক ক্রাশ ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের কারণে শ্বাসকষ্ট, ক্যান্সার ও চর্মরোগসহ নানা রোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। এজন্য উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর