ফেনীর ছাগলনাইয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:২১

ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ছাগলনাইয়ায় নির্বাহী অফিসার (ইউএনও) সবুল চাকমা উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেন ইউএনও।
এসময় ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সঠিক সময়ে তাদের খাওয়া, ঘুম, পড়ালেখা, খেলাধুলা ও এবাদত করার বিষয়ে উপদেশ দেন। এছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার পরিবেশ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও সোহাগসহ উপস্থিত অন্যান্য শিক্ষকদের মতে, ইউএনওর পাঠদান ও পরিদর্শন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
ইউএনও সুবল চাকমা বলেন, প্রকৃত শিক্ষা অর্জনের জন্য শিক্ষার পরিবেশ উন্নয়ন অপরিহার্য। সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত থাকবে।