Logo

সারাদেশ

গাইবান্ধায় খামারে বিদ্যুতের ফাঁদে কিশোরের মৃত্যু

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:৩৫

গাইবান্ধায় খামারে বিদ্যুতের ফাঁদে কিশোরের মৃত্যু

গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে খামারের ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে আনন্দ কুমার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনরা জানান, এলাকার তারা মিয়া প্রতিদিন শিয়াল ডিম খেয়ে ফেলে এ কারণে মুরগীর খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে রাখেন। আনন্দ কুমার খামারের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ডিম আনতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর