পিরোজপুরে সাবেক এমপি বাবুলের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:৪৩
-689de7e7e3385.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নুর দিদা রবি সভার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ কে ওবায়দুল কবির বাদল, আব্দুস সালাম বাতেন, ফজলুল হক সেন্টু, মির্জা জহুরুল হক। এছাড়া গাজী নুরুজ্জামান বাবুলের ভাই গাজী মাছুম ও ছেলে গাজী কামরুজ্জামান শুভ্রও বক্তব্য রাখেন।
বক্তারা তার রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধের অবদান এবং জেলার উন্নয়নে ভূমিকার কথা স্মরণ করেন। পরে কবরস্থান মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।
এআরএস