রংপুরে শশুর-জামাই হত্যাকাণ্ড, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:৫৫

প্রতিবন্ধী প্রদীপ দাস, প্রদীপ দাসের ছোট ছেলে আপন। শশুর রূপলাল। হাত-জোড় করা ছবিতে জামাই প্রদীপ ও শশুর রূপলাল || ছবি : সংগৃহীত
রংপুরের মিঠাপুকুরে শশুর রূপলাল দাস (৬০) ও তার মেয়ের জামাই প্রদীপ দাসকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। শশুর-জামাই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় সব সম্প্রদায়ের মানুষ।
এর আগে রোববার (১০ আগস্ট) রাতে উপজেলার তারাগঞ্জ এলাকায় শশুর রূপলাল ও জামাই প্রদীপ খুন হন।
এদিকে স্থানীয়রা জানায়, নতুন জামাইর বাড়ি যাওয়ার পথে শশুর-জামাই অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন। এছাড়া ২ জনই শান্তিপ্রিয় ও সুনামের মানুষ ছিলেন। প্রদীপ দাস পায়ের অসুস্থতার কারণে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলেও জানান স্থানীয়রা।
অন্যদিকে গ্রামের সব সম্প্রদায়ের মানুষ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দাসহ এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জোর দাবি জানিয়েছেন। পরিবারের সঙ্গে প্রতিবেশীরাও নিহতের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে-আলম সিদ্দিকীর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে, তিনি জানায়, রংপুরের তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মো. রাখিবুল হাসান রাখিব/এএ