তেঁতুলিয়ার ১২ প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:০১
-689dec2f715a4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান শিক্ষকদের হাতে এসব প্রযুক্তি উপকরণ তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।
বিতরণ অনুষ্ঠানে সহকারি শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক, বুড়িমুটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস আলম লিটন, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসুদ রানাসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ৬২টি স্কুলে বিতরণের মাধ্যমে মোট ৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ সম্পন্ন হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় এসব প্রযুক্তি শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াতে দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলে প্রজেক্টর, লেজার পয়েন্টার, ব্যাগ, এইচডিএমআই ক্যাবল, প্রজেক্টর স্ক্রিন ও পাওয়ার স্ট্রিপ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘এতে শিক্ষকরা শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করতে পারবেন। আশা করি, শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পাবে।’
দোয়েল/এআরএস