Logo

সারাদেশ

ঝিনাইদহে আহত মেছো বাঘকে পিটিয়ে হত্যা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:০৭

ঝিনাইদহে আহত মেছো বাঘকে পিটিয়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সাতগাছি গ্রামের রশিদ মোল্লা, আনোয়ার ও বল্টু হোসেন জানান, দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এসময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতরভাবে আহত হয়। পরে বাঘটি পালানোর সময় সেচ খালের পাশে পৌঁছালে কয়েকজন কৃষকের সামনে পড়ে। এসময় কৃষকদের দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮-১০ জন মিলে তাকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচ খালের পাশে গর্ত খুড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়।

স্থানীয় সংবাদকর্মী জাফরুল ইসলাম শিমুল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেছি বাঘটিকে মেরে ফেলা হয়েছে। বাঘটিকে মেরে এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।

শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, এমন ঘটনা আপনার কাছেই শুনছি। আমি সাক্ষী দিতে গাজীপুরে এসেছি। ঘটনাস্থলে আমার সহকর্মী পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

সচেতন মহল দাবি করছে, সাতগাছি গ্রামে এর আগেও বাচ্চাসহ মেছো বাঘ পাওয়া গিয়েছিল। তাদের ধারণা, গ্রামটিতে আরও মেছো বাঘ রয়েছে।

এ বিষয়ে প্রাণী, পরিবেশ ও প্রতিবেশ গবেষক ও সংগঠক সুজন বিপ্লব বলেন, এবারের ঘটনায় শুধু মেছো বাঘ নয়, উন্মত্ত মবের হাতে ধারাবাহিকভাবে গন্ধগোকূল, কুমির, শুশুক, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য নির্বিচারে হত্যার শিকার হলেও জনগণকে সচেতন করতে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেই। এ ঘটনায় অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এম বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর