ধামরাইয়ে জমি দখল ও হয়রানির অভিযোগে মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:০৭

ছবি : বাংলাদেশের খবর
ঢাকার ধামরাইয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, হয়রানি ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার দেওনাই গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, মো. ছানোয়ার হোসেন ও আলী হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয়দের জমি দখল করে আসছেন। প্রতিবাদ করলেই হয়রানিমূলক মামলা দেন তারা।
মানববন্ধনে শতবর্ষী সূর্যবানু অভিযোগ করেন, তার স্বামীর রেখে যাওয়া ১৫ শতাংশ জমি জোর করে নিয়ে নিয়েছে অভিযুক্তরা।
তিনি বলেন, আমার পাশে কেউ নেই। কথা শোনারও কেউ নেই। আমি আমার জমি ফেরত চাই।
আওয়ামী লীগ সরকারের সময় তার জমি দখল করা হয় উল্লেখ করে আরেক ভুক্তভোগী আশরাফ আহমেদ বলেন, সরকার বদলালেও তাদের ক্ষমতা কমেনি, এখনো জুলুম করছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং দখলকৃত জমি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
মনোয়ার হোসেন রুবেল/এএ