Logo

সারাদেশ

সোনারগাঁয়ে হত্যা মামলায় বিনা ভোটের চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:০৮

সোনারগাঁয়ে হত্যা মামলায় বিনা ভোটের চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান লয়ন বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্র নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছে এবং মামলার তদন্তের স্বার্থে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, আওয়ামী লীগের আমলে নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লয়ন বাবুল চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান থাকাকালীন তিনি বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়েছেন।

এক পর্যায়ে তিনি দাবি করেন, বারদী ইউনিয়নে আসতে হলে শেখ হাসিনাকেও তার অনুমতি নিতে হবে।

মো. সজীব হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর