Logo

সারাদেশ

কলাপাড়ায় ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:১৩

কলাপাড়ায় ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক।

অভিযানে প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমাল লাভার্স পটুয়াখালীর টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মুনজির ও মাসুদ হাসান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইয়াসিন সাদীক বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে পাখিমারা খালে ছোট ফাঁসের চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছের প্রজনন নষ্ট করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও জাল ব্যবহার করলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর