Logo

সারাদেশ

চৌদ্দগ্রামে গৃহবধূর মৃত্যু নিয়ে প্রশ্ন, স্বামী গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:২৭

চৌদ্দগ্রামে গৃহবধূর মৃত্যু নিয়ে প্রশ্ন, স্বামী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর তা আত্মহত্যা বলে চালানোর অভিযোগ উঠেছে স্বামী লোকমান ও তার পরিবারের বিরুদ্ধে। তারা থানায় মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

নিহত সুমাইয়া আক্তার (২৫) এক সন্তানের মা। বিয়ের পর থেকে স্বামী লোকমান, শ্বশুর মনু মিয়া, শাশুড়ি সালেহা বেগম ও ননদ মানসুরা আক্তারের নির্যাতনের শিকার ছিলেন তিনি।

ঘটনার দিন মুঠোফোনে মায়ের সঙ্গে কথা বলার এক ঘণ্টার মধ্যে তিনি মাকে কল দিয়ে জানান, ‘আম্মু… আমারে মাইরা ফালাইতে চায়, আমারে লইয়া যান।’ কিছুক্ষণ পর শ্বশুর ফোন দিয়ে তার মৃত্যুর খবর দেন।

এরপর লোকমানের পরিবার মরদেহ থানায় নিয়ে গিয়ে আত্মহত্যার দাবি করে এবং সেখান থেকে সরে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ লোকমানকে গ্রেপ্তার করে।

নিহতের বাবা সেলিম মিয়া অভিযোগ করেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু শুরুতে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করেছে।’

নিহতের মা বিলকিস বেগম জানান, মেয়ের স্বামীর বিদেশ যাওয়ার জন্য তারা টাকা দিয়েছিলেন এবং নির্যাতনের সময়ও আর্থিক সহায়তা করেছেন।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাফনের পর তারা মামলা করলে হত্যা মামলা নেওয়া হবে।’

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, মরদেহে আঘাতের চিহ্ন থাকায় আত্মহত্যার দাবি বিশ্বাসযোগ্য নয়।

সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর