সখীপুরে সড়ক পাকা করার দাবিতে মানববন্ধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:৩৮
-689df4f34c807.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বানিয়ারছিট–বড়চওনা সড়ক দ্রুত পাকা করার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সড়কের বানিয়ারছিট অংশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, বর্ষায় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে সড়কটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন। বাজারে পণ্য আনার সময়ও ক্ষতি হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম বলেন, কাঁচা সড়কের কারণে আশপাশের গ্রামের মানুষকে বড়চওনা হাটে যেতে ১২ কিলোমিটার ঘুরে যেতে হয়, যা সময়, শ্রম ও অর্থের অপচয় ঘটায়।
এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, বর্তমানে চলমান দুটি প্রকল্পে এই সড়ক অন্তর্ভুক্ত নয়। নতুন প্রকল্প এলে অগ্রাধিকার ভিত্তিতে এ সড়কটি অন্তর্ভুক্ত করা হবে।
মুহাম্মদুল্লাহ/এআরএস