Logo

সারাদেশ

মহেশখালীতে ওসিকে গালিগালাজ, পদ হারালেন বিএনপি নেতা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:৪৩

মহেশখালীতে ওসিকে গালিগালাজ, পদ হারালেন বিএনপি নেতা

ছবি : সংগৃহীত

মহেশখালী থানার ওসিকে গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনায় কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর শাখার সাবেক আহ্বায়ক আকতার হোসেনের সব ধরনের পদ স্থগিত করেছে বিএনপি।

বুধবার (১৩ আগস্ট) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিত করা হলো।

ইমতিয়াজ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর