-689df70fb4304.jpg)
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাতে শামীম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম ওই গ্রামের শরাফত মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়েছিল শামীম। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের চাচা শাহ আলম মিয়া বলেন, বজ্রপাতের কিছুক্ষণ পর খবর পাই শামীম জ্ঞান হারিয়েছে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান ফকির জানান, শামীমকে গুরুতর আহত অবস্থায় আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
মুহাম্মদুল্লাহ/এআরএস