Logo

সারাদেশ

ভূঞাপুরে নাশকতার মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:৫১

ভূঞাপুরে নাশকতার মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চুকাইনগর গ্রামের মৃত শামীমের ছেলে ও অর্জুনা ইউনিয়ন পরিষদের আ.লীগ সমর্থিত সদস্য সাগর খান শিরণ (৩৬), পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুতুপপুর গ্রামের চাঁদ মিয়ার ছেলে মহির উদ্দিন (৬৩) এবং নিকরাইল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পূণর্বাসন গ্রামের মৃত দুখা শেখের ছেলে মোশারফ হোসেন (৫৫)।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আদালতের মাধ্যমে টাঙ্গাইল থানায় প্রেরণ করা হয়েছে।

আব্দুল লতিফ তালুকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর