Logo

সারাদেশ

গৌরনদীতে ভবন নির্মাণে অনিয়ম, ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২০:৫৬

গৌরনদীতে ভবন নির্মাণে অনিয়ম, ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদী উপজেলার গরঙ্গল দাখিল মাদ্রাসার নির্মাণাধীন চারতলা ভবনের রেলিং ও ফ্লোরে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে তিন কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ করছে মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ। স্থানীয়দের অভিযোগ, রেলিংয়ে রড কম ব্যবহার ও ফ্লোর ঢালাইয়ে মানহীন কাজ করছে প্রতিষ্ঠানটি। শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে ইউএনও রিফাত আরা মৌরি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে অনিয়মের সত্যতা পান।

ইউএনও বলেন, ‘ত্রুটিপূর্ণ অংশ ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছি। ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. মানজিল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

তবে সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান জানিয়েছেন, ‘আমাদের না জানিয়ে তিনতলার রেলিংয়ে দুইটি করে রড দিয়ে ঢালাই করা হয়েছে এবং ফ্লোরেও ত্রুটি রয়েছে। এগুলো ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইউএনও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর