Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ২২:০১

আলফাডাঙ্গায় বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা বিএনপিকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে চাই। যারা আগের স্বৈরাচারী সরকারের সময় আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুমে শিকার হয়েছেন, তাদেরকে আগামী কমিটিতে জায়গা দেওয়া হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন। এসময় তিনি বলেন, ‘আগামীতে বিএনপির নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। কোনো সুবিধাবাদী ও আওয়ামী লীগের দোসরদের বিএনপির কমিটিতে জায়গা দেওয়া যাবে না।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, মোস্তাক হোসেন বাবলু ও তানভীর চৌধুরী রুবেল প্রমুখ।

এসময় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাস, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, সদস্য সচিব খোশবুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া হাসিব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এ্যাড. হেমায়েত হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর