ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার প্রস্তুত রয়েছে : ধর্ম উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৪:৪৪

ছবি : সংগৃহীত
সরকার ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও সেনাবাহিনীর প্রস্তুতি চলছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরের শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ড. খালিদ হোসেন বলেন, দেশে এখন সাম্প্রদায়িক দাঙ্গা নেই। তবে একটি চক্র মসজিদ ও মন্দিরে হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীরা কোনো ধর্মের হতে পারে না; তারা সমাজে বিশৃঙ্খলা ও অশান্তি ছড়াতে চায়।
ধর্ম উপদেষ্টার আগমন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম উপস্থিত ছিলেন।
মো. আব্দুল হালিম/এএ