Logo

সারাদেশ

বগুড়ায় মাদক কারবারিদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৬

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৫:১০

বগুড়ায় মাদক কারবারিদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৬

বগুড়ায় চুরির মামলার আসামি ধরতে গিয়ে সংঘবদ্ধ মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। এসময় মোটরসাইকেল ভাঙচুর ও দুই পুলিশ সদস্যকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে বিশেষ অভিযানে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে শহরের হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রনি (৩০), শামিম হোসেন (৬০), ইস্রাফিল হোসেন (৪০), কবির হোসেন (১৮), বেহুলা বেগম (৬০) ও রুবি বেগম (৩০)।

পুলিশ জানায়, চুরির মামলায় এজাহারভুক্ত আসামি মো. রনিকে ধরতে ডিবি পুলিশের একটি দল হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায়। রনিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় অর্ধশত নারী-পুরুষ পুলিশকে ঘিরে ফেলে এবং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় মাদক কারবারিরা এএসআই হাসান ও কনস্টেবল হামিদুলকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করে এবং পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে।

খবর পেয়ে অতিরিক্ত ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রনিকে উদ্ধার করে। প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, গ্রেপ্তারকৃত রনি চুরি ও মাদক মামলার আসামি। তাকে গ্রেপ্তারের সময় মাদক কারবারিরা এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া বাকি পাঁচজনের বিরুদ্ধেও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জুয়েল হোসেন/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর