-689eface5a3be.jpg)
বরিশাল পাঠক ফোরামের আয়োজনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাইয়ের বর্ষপূর্তি : প্রজন্মের জাগরণের পুনর্পাঠ’ শীর্ষক এ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পশ্চিম বগুড়া জামে মসজিদ সংলগ্ন অডিটোরিয়ামে হয়।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে সাধারণ মানুষ, ছাত্রসমাজ ও আলেম-ওলামা স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন। বরিশালও এ আন্দোলনের অন্যতম সক্রিয় কেন্দ্র ছিল। নতুন প্রজন্মের কাছে আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়া এবং ইতিহাসের ধারাবাহিকতা বজায় রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।
সভায় সা’আদ উদ্দিন রুমি আলেমসমাজের ভূমিকা তুলে ধরে বলেন, ‘ফ্যাসিস্ট শাসনের দীর্ঘ সময়ে আলেমরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। তাদের অংশগ্রহণেই জুলাই আজ আমাদের কাছে গৌরবের স্মৃতি হয়ে আছে।’
আব্দুল কাইয়ুম মিঠু বক্তব্যে বলেন, ‘গুম, খুন ও আইনের শাসন লঙ্ঘন করে নাগরিকদের বলিদান দেওয়ার ইতিহাসের দায় হাসিনার। তবে তার উৎখাতের পরও এই ধারা পুরোপুরি বন্ধ হয়নি।’
ইমরান হোসাইন নাঈম অভ্যুত্থানের অর্জন ও বিসর্জন বিশ্লেষণ করেন। মুফতি মুঈনূল ইসলাম হাফি অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মুসলিমদের আমলগত প্রত্যাশা ও দাওয়াতের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
বরিশাল পাঠক ফোরামের মুখপাত্র মাহমুদ তানভীর বলেন, ‘জুলাই চর্চা করতে হবে জুলুমের ইতিহাস মানুষকে বোঝানোর জন্য। এ চর্চাই আমাদেরকে এক তাওহীদবাদী প্রজন্মের নেতৃত্বে ইসলামের আগমনের বিপ্লবের পথে নিয়ে যাবে।’
অনুষ্ঠানে হেরার আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আয়্যুব আলী, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হূদা, বরিশাল মুসলিম ইয়ুথের মাহদি হাসানসহ স্থানীয় আলেমসমাজ ও ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
এমএইচএস