সোনারগাঁয়ে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৫:২৯

ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় মেঘনা প্রতাপেরচর এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও থানা সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বাড়ির নিচতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজ্বী সেলিম হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুমসহ স্থানীয় নেতারা। এছাড়া নারায়ণগঞ্জ জেলা যুবদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি-নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মো. সজীব হোসেন/এএ