Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ২৯৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৬:১১

সিরাজগঞ্জে ২৯৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ২৯৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে ২ হাজর ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে সদর থানাধীন মুলিবাড়ি সাকিনস্থ ঢাকা-রাজশাহী হাইওয়ের মুলিবাড়ি ওভারপাসের নিচে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর থানাধীন বনবাড়িয়া গ্রামের মো. ওয়াজকরনি শেখের ছেলে মো. আকাশ শেখ (১৮) ও সিরাজগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের মো. শরিফ উদ্দিনের ছেলে মো. আসিফ হোসেন (১৯)। অভিযানে তাদের সঙ্গে থাকা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ফিরোজ আল আমিন/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর