Logo

সারাদেশ

কুলিয়ারচরে ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার ২

Icon

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৬:৩৬

কুলিয়ারচরে ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে একরামপুর ও উত্তর সালুয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুলিয়ারচর উপজেলার একরামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মঈন উদ্দিন (৪৮) ও উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের মৃত মকরম হুসেনের ছেলে মো. মগল মিয়া (৪৬)। গত বছরের ৩০ আগস্টে কুলিয়ারচর থানায় দায়ের করা মামলার (নং-১৫) আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন এ মামলায় তদন্তে সন্দিগ্ধ দুইজনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুহাম্মদ কাইসার হামিদ/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর